ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ডাইনামিক ওয়েবসাইট চালুকরণ নিয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
কিশোরগঞ্জে ডাইনামিক ওয়েবসাইট চালুকরণ নিয়ে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে এমএমসি কার্যক্রম সক্রিয়করণ ও শিক্ষা প্রতিষ্ঠানে ডাইনামিক ওয়েবসাইট চালুকরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিরষদ হলরুমে শিক্ষকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব তরফদার মো. আক্তার জামীল।

এতে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন- সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মো. আশরাফুল খালেক।

এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভাগীয় কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।