মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের কাশিপুরস্থ ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক ইমাম প্রশিক্ষণ একাডেমির নিজস্ব মিলানায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে ইমাম সম্প্রদায়ের ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করেন।
মসজিদে খুতবার সময় মাদক ও জঙ্গিবাদের কুফল, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোকপাত করার জন্য ডিআইজি ইমামদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোর্তজা রেজা হারুন।
৯১১তম ব্যাচের ৪৫ দিনব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আবুল কাশেম মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/জিপি