ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে কেক কেটে ও বেলনু উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মো. আলাউদ্দিন।

পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাসস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে তার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শোভাযাত্রায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন এএসএম সাইফুল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন পিনাকী দে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও টিই বিভাগের চেয়ারম্যান মো. ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার মো. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।