ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইনস্যুরেন্স কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইনস্যুরেন্স কর্মীর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজিদ হাসান মুন্সী (২৭) নামে এক ইনস্যুরেন্স কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বায়েজিদ উপজেলার গুনাইঘর (দঃ) ইউনিয়নের বনকোট গ্রামের মূন্সী বাড়ির মৃত. নুরুল ইসলাম মুন্সী মাস্টারের ছেলে।

 

তিনি ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড’র দেবিদ্বার অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা সূত্র জানায়, দুপুরে বায়েজিদ নিজ বাড়িতে কাপড় শুকানোর তারে কাপড় ছড়ানোর সময় অসাবধানবসত বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

অপর দিকে, ওই দুর্ঘটনার সময় বায়েজিদের একমাত্র বোন নাছরিন আক্তার (২৩) তাকে বাঁচাতে গেলে তিনিও মারাত্মক আহত হন। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল চিকিৎসাধীন।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সরদার আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কোনো সংবাদ পাইনি। এ ব্যাপারে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।