মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়েরা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দণ্ডাদেশ ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার পারকার্তিক পাশা গ্রামের মৃত আনোয়ারের ছেলে মিজানুর রহমান (২৫) ও গোলবুনিয়া গ্রামের ইউনচু হাওলাদারের ছেলে কামাল হোসেন মিয়া (২০)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে বিমল দাসকে মিথ্যা প্রলভন দেখিয়ে নৌ ভ্রমনে নিয়ে যায় আসামিরা। শহর সংলগ্ন লাউকাঠি নদীর ওপরে ব্রিজ অতিক্রমকালে তারা বিমলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়।
অপরদিকে হত্যার পূর্বে বিমলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসায় আসামিরা মৃত্যু নিশ্চিত শেষে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মিজানুর স্থানীয়দের হাতে আটক হলেও কামলা পালিয়ে যায়। হত্যার ৩৬ ঘণ্টা পর নদী থেকে নিহত বিমলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ২৮ সেপ্টেম্বর বিমলের মেয়ে প্রিয়াঙ্কা দাস শিলা বাদী হয়ে ধৃত মিজানুর রহমান ও পলাতক কামাল হোসেনের নাম উল্ল্যেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম দণ্ডপ্রাপ্ত মিজানুর ও কামালকে অভিযুক্ত করে একই বছরের ৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/জিপি