বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাবার ডেম এলাকায় বালুর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার পানছড়ির মোহাম্মদ পুরের মদনকার্বারী পাড়ার আব্দুল গফুরের ছেলে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, তিনদিন আগে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর স্রোতে ভেসে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে আনোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
জিপি