ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় রোহিঙ্গা নারী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
গাইবান্ধায় রোহিঙ্গা নারী উদ্ধার

গাইবান্ধা: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আসা সাবেত্রী সিং (৫৫) নামে এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

সাবেত্রী সিং রাখাইনের মৃত মোহন সিংয়ের স্ত্রী।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সাবেত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি রাখাইন এলাকা থেকে পালিয়ে বাংলাদেশে আসার পর বিভিন্ন ট্রেনে ভিক্ষা করতে করতে গাইবান্ধার বোনারপাড়ায় আসেন। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।  

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনি রোহিঙ্গা প্রমাণ হলে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।