ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্গাপুর মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
দুর্গাপুর মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুর মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর-বিরিশিরি-জারিয়া ও শ্যামগঞ্জে মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমির সামনের সড়কে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ কাজে ব্যয় হবে ৩১৬ কোটি টাকা।

এ উপলক্ষে সেখানে এক জনসভা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি ছিলেন এমপি ছবি বিশ্বাস। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক খান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।