ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
কদমতলীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জোহার, আব্দুল্লাহ, পারভেজ, সেলিম ও রহিম।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে কদমতলী আরএক্স টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে ওই পাঁচ মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আরএক্স টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সাপ্লাইয়ের কাজ করেছিল। তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।