ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
সোনাইমুড়িতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পৌর এলাকায় সাবিনা আক্তার সামিয়া (২৪) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে পৌরসভার বানুয়ায় গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুরে ওই গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানা গেছে।

নিহত সাবিনা আক্তার সামিয়া ওই গ্রামের কসাই বাড়ির আকা মিয়ার ছেলে পিন্টুর স্ত্রী। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পিন্টু পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টার দিকে আকা মিয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে বাড়ির লোকজন। এ সময় তারা সেখানে গিয়ে পিন্টুর কক্ষে তার স্ত্রী সামিয়াকে আগুনে জ্বলতে দেখেন।

পরে তারা গুরুতর অবস্থায় সামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭

এসআইজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।