আটক যুবকরা হলেন-নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ামারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে নূর মোহাম্মদ বাবু (২৭) ও একই উপজেলার জুম্মাপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮)।
হাতিবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সারডুবি গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নূর মোহাম্মদ ও ইউসুফকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
আরএ