ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
নোয়াখালী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

নোয়াখালী: নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র (আমাউমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. গোতম বাপ্পা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হোস্টেলের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ থাকবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মতে তদন্তের স্বার্থে বুধবার হোস্টেল খোলা ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হল বন্ধ থাকবে।

তিনি আরো জানান, সম্প্রতি নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সংঘর্ষ ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজে শাখার ছাত্রলীগের সহ-সম্পাদক ও ৫ম বর্ষের শিক্ষার্থী জাবেদ মুন্না, একই বর্ষের ছাত্র এবং কলেজ হোস্টেলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

এসব ঘটনায় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারে উত্তেজনা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষের আশঙ্কায় একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।