ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে তরুণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
রাজধানীতে তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর রামপুরা থানার ওয়াপদা রোডের ১৪৬ নং বাসার ৩য় তলা থেকে ইয়াসমিন আক্তার তানিয়া (২৮) নামে এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 মৃত তানিয়া মাদারীপুর সদর উপজেলার মৃত আবদুল মালেকের মেয়ে।


রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, মৃত তরুণী ও তার বড় বোন সেলিনা আক্তার একই ফ্ল্যাটে থাকতেন।

রোববার বড় বোন সেলিনা তার বোনকে বাসায় রেখে মাদারীপুরে যান কাজের জন্য। বুধবার রামপুরার বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে থানায় খবর দেয়।

পরে বিকেলে দরজা ভেঙে ভেতরে ঢুকলে মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ  জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।