ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাভারণের এ্যাথলেটিক ক্লাবে জুয়ার আসর, ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
নাভারণের এ্যাথলেটিক ক্লাবে জুয়ার আসর, ২ জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের শার্শা উপজেলার নাভারণ মোড়ের এ্যাথলেটিক ক্লাবে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলো-শার্শার যাদবপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে মোখলেছুর রহমান ওরফে রিপন (৩০) ও একই উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের হাজী মোহাম্মদ শাহদৎ হোসেনের ছেলে জাকির হোসেন (৩০)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ মোড়ের হাসপাতাল সড়কের এ্যাথলেটিক ক্লাবে অভিযান চালিয়ে ৪ হাজার একশ' টাকাসহ দুই জুয়াড়িকে আটক করে সাতদিন করে কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই ক্লাবে বড় ধরনের জুয়ার আসর চলছে, এই আসরে পার্শ্ববর্তী জেলা থেকেও জুয়াড়িরা খেলতে এসে সর্বস্ব খুইয়ে বাড়ি ফিরছে। তবে অজানা কারণে বুধবার রাতে বৃহৎ আসরটি বন্ধ ছিলো, ভেতরে স্থানীয় চারজন খেলা করছিলো, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।