বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা উপজেলার পূর্বচিলা গ্রামের আমজাদ খানের দুই ছেলে মাসুম (৩০) ও রাসেল (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলীর চৌরাস্তায় বরগুনাগামী মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হয়। এর মধ্যে রাসেল ও মাসুম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আহত মাসুমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের খালাতো ভাই কাওসার আহমেদ লিটন বাংলানিউজকে জানান, বরগুনায় আমার বাসায় দু’দিন থাকার পরে বিকেলে তারা আমতলী (বাড়ি) নিজেদের বাড়িতে ফিরছিল।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া ট্রাকসহ চালক মো. আরিফকে (১৯) আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
আরএ