কিন্তু রাজধানীতে দিনে রোদের তেজ থাকলেও সকাল-সন্ধ্যায় হেমন্তের মিহি শিশির বিন্দু শীতের আগাম বার্তা নিয়ে আসে।
বৃহস্পতিবার কার্তিকের মাঝামাঝি (১১ কার্তিক) ভোরে রাজধানী ঢাকায় এবছর প্রথম কুয়াশার দেখা মিলেছে।
দূরের দিগন্ত জুড়ে মুক্তোর হাসির আভা ছড়িয়ে পড়ছে শিশির শিক্ত এ ঘাসে। প্রকৃতির এ পরিবর্তনই বলে দিচ্ছে, দরজায় কড়া নাড়ছে শীত।
বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে, পৌষ ও মাঘ এই দুই মাস মিলে শীতকাল। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে। ফলে কমতে থাকে তাপমাত্রা। আর এতেই অনুভূত হয় শীত।
সে হিসেবে পুরোপুরিভাবে শীত আশার এখনো বাকি রয়েছে। কিন্তু হেমন্তের ভোরের এই শিশির বিন্দু শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে, শীতের প্রস্তুতি নেয়ার আগাম সতর্ক বার্তা দিচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআইজে/আরএ