ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে প্রায় ১০ কেজি স্বর্ণসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি,উত্তর) পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বিমানবন্দর এলাকা থেকে প্রায় ১০ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে দুপুর ১২টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
পিএম/এএটি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।