জব্দকৃত ফেনসিডিল
ব্রাহ্মণবাড়িয়া: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেনে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে ট্রেনের খাবারের বগি থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তূর্ণা নিশিতা ট্রেনে অভিযান চালানো হয়।
এসময় খাবারের বগি থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল বিক্রেতারা আগেই পালিয়ে যায়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।