ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি-মোহাম্মদপুরের পরিত্যক্ত প্লটেই সরকারি ফ্ল্যাট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ধানমন্ডি-মোহাম্মদপুরের পরিত্যক্ত প্লটেই সরকারি ফ্ল্যাট

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরের পরিত্যক্ত প্লটের ওপর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

দুই একর জায়গার উপর ১৫শ থেকে ২৫শ বর্গফুটের মোট ২৫৩টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

এর মধ্যে ২০২টি বিক্রি করা হবে জনগণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে এবং বাকি ৫১টি সরকারের আবাসন পরিদপ্তরে হস্তান্তর করা হবে। প্রকল্পের মেয়াদকাল অক্টোবর ২০১৭ থেকে জুন ২০২০ সাল। প্রাক্কলিত ব্যয় ৩৭৩ কোটি টাকা।

মধ্যবিত্ত শ্রেণী ও সরকারি কর্মকর্তারা অপেক্ষাকৃত কম খরচে ৫০ শতাংশ অর্থ বিনা সুদে এবং বাকি অর্থ ৯ শতাংশ সরল সুদে পরিশোধ করতে পারবেন।

ধানমন্ডির ১, ২, ৬/১, ১০/১, ১২/১, ১৫/১ (নতুন) মোহাম্মদপুরের ইকবাল রোড, আসাদ অ্যাভিনিউ, হুমায়ুন রোড ও এলিফ্যান্ট রোডে এসব ফ্ল্যাট নির্মিত হবে।

**বস্তিবাসীর জন্য ১০০০০ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।