ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
কালিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৩

নড়াইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় তরিকুল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তরিকুল ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের হাসমত তালুকদারের সঙ্গে তরিকুল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন তরিকুলকে কুপিয়ে হত্যা করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।