ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বেলকুচিতে পুলিশের কাছ থেকে আসামির পলায়ন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুলিশি অভিযানে গ্রেফতার হওয়া জাহিদ হোসেন (৩০) নামে আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছেন। 

বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার চালা এলাকার সাগরিকা সিনেমা হলের সামনে পুলিশের মোটরসাইকেল থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় শরীফ নামে বেলকুচি থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

জাহিদ হাসান উপজেলার মুকুন্দগাঁতী এলাকার বদিউজ্জামান বুদ্ধু ওরফে ডাল বুদ্ধুর ছেলে।  

বেলকুচি থানার অপর এসআই নাজমুল হাসান বৃহস্পতিবার সকালে বাংলানিউজকে জানান, জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০-১২টি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার তিনি নিজের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে গভীর রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে করে থানায় আনা হচ্ছিল। সাগরিকা সিনেমা হলের সামনে এলে তিনি মোটরসাইকেলের পেছনে থাকা এসআই শরীফকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাফ দিয়ে পালিয়ে যান। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।