ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে বাস খাদে পড়ে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
কমলনগরে বাস খাদে পড়ে আহত ১০ কমলনগরে বাস খাদে পড়ে আহত ১০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী বাসের চাকা ফেটে খাদে পড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার অদুরে সাবেক সংসদ সদস্য নিজানের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

কমলনগর থানার উপ-পরির্দশক (এসআই) মো. সিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী বাস চাঁদনী সুপার রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলো। পথে উপজেলা পরিষদের অদুরে পৌঁছলে বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।