অতীতে দীপ্ত প্রতিজ্ঞা নিয়ে জঙ্গিবাদ দমনে প্রথমে ‘রাজধানীর বাসাবো অভিযান’ সূচনা করেছিলো র্যাব-৯।
এরই ধারাবাহিকতায় সিলেটের সূর্য দীঘল বাড়ি অভিযান ছাড়াও ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে গ্রেফতার করা ও গাজীপুরে সফল অভিযানের মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় জঙ্গি নেতাদের গ্রেফতারে দেশে জঙ্গিবাদের উত্থান অনেকটাই মুখ থুবড়ে পড়ে।
যদিও এ ধরণের আরো অনেক সাহসী কাজে পুলিশের পাশাপাশি র্যাব আইন-শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণ ছিলো । তারপরও এ কাজগুলো দাগ কেটেছিলো বাংলার মানুষের। সুনাম কুঁড়িয়েছে র্যাব-৯।
২০০৫ সালের ৬ সেপ্টেম্বর নবম ব্যাটালিয়ন হিসেবে নগরী সংলগ্ন ইসলামপুরে আত্মপ্রকাশ ঘটে এলিট ফোর্স র্যাব-৯।
প্রতিষ্ঠাকালে দায়িত্বপূর্ণ এলাকা ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ বিস্তৃত ছিলো কর্ম এলাকা।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর র্যাব-৯ এর দায়িত্বপূর্ণ এলাকা বিভক্ত হয়ে ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ আত্মপ্রকাশ করে।
সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ নিয়ে র্যাব-৯ বর্তমানে দায়িত্ব পালন করছে।
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে চলতি বছরে ৬ সেপ্টেম্বর ১২ বছরে পদার্পণ করেছে র্যাব-৯। তবে বিভিন্ন আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রমের ব্যস্ততায় পালন হয়নি প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ১২ বছর তথা এক যুগে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান করতে যাচ্ছে র্যাব-৯।
এদিন সন্ধ্যায় নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন থাকছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন র্যাব মহাপরিচালক মো. বেনজির আহমদ।
প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি তৎপরতা দমন, বিশৃঙ্খলা কর্মকাণ্ড দমন, মাদকদ্রব্য ও জাল টাকা, ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতার, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আসছে।
জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর নীতির সঙ্গে একমত হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ কাজ করে যাচ্ছে। এছাড়াও সিলেটের আলোচিত আতিয়া মহলে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের পরিচালিত “অপারেশন টোয়াইলাইট” এ ভিকটিম উদ্ধারে র্যাব-৯ এর প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং পরবর্তীতে ‘‘অপারেশন ক্লিয়ার আতিয়া মহল” ছিলো র্যাব-৯ এর উল্লেখ্যযোগ্য একটি অভিযান।
তাছাড়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যাকারীদের গ্রেফতার র্যাবের অভিযান চলমান রয়েছে। এরই ধারবাহিকতায় গত এক বছরের অপরাধী গ্রেফতার,অস্ত্র-বিস্ফোরক উদ্ধারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের কার্যক্রম ছিলো প্রশংসনীয়।
যুগপূর্তির দুয়ারে দাঁড়িয়ে দেশের আইন-শৃংখলা রক্ষাসহ সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের এক সংবাদ বিজ্ঞপ্তি সবার সহযোগিতা চেয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনইউ/এএটি