ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
সিরাজগঞ্জে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ: বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরিত চিঠিতে বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কের নাম পরিবর্তন করার দায়ে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলজার হোসেন বাদী হয়ে সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ওই আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গোলজার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত মসলেম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কটি সারাদেশে এক নামে পরিচিতি লাভ করেছে। কিন্তু সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী হওয়ার কারণে ভ্রান্ত দলিল সৃষ্টি করে বঙ্গবন্ধু ইকোপার্ক নামের পরিবর্তন করে যমুনা সেতু ইকোপার্ক উল্লেখ করে অফিসিয়াল চিঠি বিভিন্ন অফিসে প্রেরণ করেছেন। সরকারি কর্তকর্তা হয়ে তিনি আইন অমান্য করে ভ্রান্ত চিঠি বা দলিল তৈরী করে ফৌজদারি অপরাধ করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী শামীম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।