ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে আরএমপির কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে আরএমপির কর্মসূচি

রাজশাহী: বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে কমিউনিটি পুলিশিং ডে পালিত হবে শনিবার (২৮ অক্টোবর)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নানান আয়োজনে দিবসটি উদযাপন করবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, দিবসটি উপলক্ষে ওই দিন সকাল ১০টায় আরএমপির আয়োজনে রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

 

শোভাযাত্রা শেষে আরএমপি পুলিশ লাইন্স স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।  

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। এছাড়াও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।