ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিএডিসি’র হাইব্রিড রাইস-২ প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ঝিনাইদহে বিএডিসি’র হাইব্রিড রাইস-২ প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে চলতি রোপা আমন মৌসুমে আবাদ করা বিএডিসি হাইব্রিড রাইস-২ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কণ্যাদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উইন অল হাইটেক সীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনায় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মাঠ দিবসের আয়োজন করে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক চন্ডী দাস কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র (বীজ ও উদ্যান) পরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উইন অল হাইটেক সীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এসবি নাসিম, বিএডিসি’র সহকারী মহা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার, বিএডিসি যশোর অঞ্চলের যুগ্ম পরিচালক প্রকাশ কান্তি মণ্ডল, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ সম্পাদক ফয়সাল আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন, হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী।

মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,  হাইব্রিড রাইস-২ জাতটি রোপা আমান মৌসুমে সরকার অনুমোদিত একটি অনন্য হাইব্রিড ধানের জাত। বীজ তলায় চারা উৎপাদনের জন্য বীজ বপনের মাত্র ১০৫ থেকে ১০৭ দিনের মধ্যে ধান পাকে। এছাড়াও ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে এই ধান ঘরে তোলা যায়। রোগ ও পোকামাকড়ের আক্রমণ এ জাতে কম বলে কৃষকদের অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।