বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী নেসকো লি. (বিপিডিবি) অরুনাংশু ও চন্দ্র সেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোকাররম হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সহকারী কমিশনার মাহাবুবুল হক, ঠাকুরগাঁও রাইস মিলস প্রোপাইটার মাহমুদ হাসান রাজু প্রমুখ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৭টি উদ্ভাবন প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়।
এতে প্রথম স্থান অর্জন করে- (ইগ গ্লাস সম্পূরক বেবি ফুড বিএম সিভিএম) শীর্ষক উদ্ভাবনের জন্য ফুড টেকনোলজির জাহেদুল ইসলাম, মোবাশ্বের আলী ও নিখিল চন্দ্র রায়।
দ্বিতীয় স্থান অর্জন করে- (অ্যালোভেরা, পাইন-আপেল ও অরেঞ্জের মিশ্র জমির প্রস্তুতি) শীর্ষক উদ্ভাবনের জন্য ফুড টেকনোলজির রবিউল আউয়াল, কাজল কুমার রায় ও জাকির হোসেন।
তৃতীয় স্থান অর্জন করে- (এম-সি-সুইচ) শীর্ষক উদ্ভাবনের জন্য কম্পিউটার টেকনোলজির সুজন আলী, আব্দুর রাকিব ও ইসমাইল হোসেন ফাহিম ।
নির্বাচিত তিনটি উদ্ভাবন আগামী ১৮ নভেম্বর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় (দ্বিতীয় পর্ব) অংশ নেবে। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি