বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় নগরীর গীর্জা মহল্লায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির কারনে সড়কে কিছুসময় যান চলাচলও বন্ধ থাকে।
ব্যবসায়ী নেতা আনোয়ার সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- গীর্জা মহল্লার ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, ব্যবসায়ী কেএম মুসা কাজল, কামাল প্রমুখ।
এসময় ব্যবসায়ীরা বলেন, চাঁদার দাবিতে গত ২৪ অক্টোবর গীর্জা মহল্লার মোবাইলফোন ব্যবসায়ী সোহেল খানের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। এসময় তার কাছ থেকে বেশ কিছু টাকাও ছিনতাই করে সন্ত্রাসীরা।
এরপর ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও বাকি আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। অন্যথায় বরিশাল অচল করে দেওয়ার হুমকি দেন তারা।
বাংলাদেশ সময : ১৫৪৫ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/বিএস