বুধবার (২৫ অক্টোবর) রাতেই পাকশী রেলওয়ে বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে কমিটির সদস্যরা উল্লাপাড়া, জামতৈল, রায়পুর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোনো স্টেশন মাস্টারের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এ কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাত পৌনে ৯টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছেড়ে এসে জামতৈল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে অতিক্রম করতে যায়। এসময় বিপরীত দিক থেকে একই লাইনে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটিকে টেকআপ অতিক্রম করতে দেখে চালক ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেন দু’টি মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পায়।
এ ঘটনায় জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সোহেল খান ও রায়পুর রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাস্টার আফসার আলী একে অপরের গাফিলতিকে দায়ী করে মিডিয়ায় বক্তব্য দিয়েছেন।
** অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেলো ২ ট্রেন
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আইবি/