ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

জয়পুরহাট: ‘বিজ্ঞান শিক্ষাই হোক আগামী প্রজন্মের উন্নয়নের প্রধান হাতিয়ার’ এই স্লোগানে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাট আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, একাডেমির অধ্যক্ষ সুলতান মোহাম্মদ সামসুজ্জামান প্রমুখ।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক ৩০টি প্রজেক্ট উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।