ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো কাত্যায়ানী পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো কাত্যায়ানী পূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো কাত্যায়ানী পূজা

মাগুরা: মাগুরায় পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী কাত্যায়ানী পূজা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পৌরসভার ১৫টি মণ্ডপসহ জেলার ৯১টি মণ্ডপে ষষ্ঠি পূজার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। ৩০ অক্টোবর দশমী মধ্য দিয়ে পূজা শেষ হবে।

 

এ বছর পূজা মণ্ডপগুলোতে গেট প্যাডেল, তোরণ, লাইটিং, সাউন্ড, প্রতিমা সব কিছুতে রয়েছে ভিন্নতা। পূজা উপলক্ষ্যে মেলায় দোকানিরা পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। তবে পূজা পাঁচদিন হলেও মেলা চলবে ১৫ দিনব্যাপি।

নিতাই গৌর গোলাপ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুণ্ড বাংলানিউজকে জানান, দেশ-বিদেশ থেকে দর্শণার্থীদের আগমনের কথা মাথায় নিয়ে এ বার বাহুবলীর আদলে প্রতিমা তৈরি করা হয়েছে। গোটা পূজা মণ্ডপের প্রবেশ দ্বার কুরুক্ষেত্রের যুদ্ধের মঞ্চের আদলে তৈরি হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদুৎ সিংহ বাংলানিউজকে বলেন, পূজা উদযাপন পর্ষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো কাত্যায়ানী পূজা

পূজায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ সুপার মনিবুর রহমান বাংলানিউজকে বলেন, বরাবরের মতো এবারো নিরাপত্তার জন্য পূজা পরিষদের সঙ্গে পৃথক বৈঠক করেছি। সেখানে মন্দিরে পরিচালনা পর্ষদকে পুলিশের পক্ষ থেকে কি করণীয় তা বলে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলায় ৯১টি পূজা মণ্ডপ রয়েছে। পৌরসভায় ১৫টি মণ্ডপে কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হবে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্য থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।