বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাধনা আক্তার বিথঙ্গল গ্রামের সফর আলীর মেয়ে।
বিথঙ্গল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে সাধনা পরিবারের অজান্তে বিষপান করে ছটফট করতে থাকেন। পরে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি