ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আপিল করবেন তারাকান্দা ও ফুলপুর উপজেলা চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আপিল করবেন তারাকান্দা ও ফুলপুর উপজেলা চেয়ারম্যান

ময়মনসিংহ: সাময়িক বরখাস্ত হওয়া তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল বাশার আকন্দ বরখাস্তের আদেশ স্থগিত করতে উচ্চ আদালতে আপিল করবেন।

বুধবার (২৪ অক্টোবর) নাশকতার দুটি মামলায় পৃথকভাবে তাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।  

তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলানিউজকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সরকার আমাদের সাময়িক বরখাস্ত করেছে।

এটা তাদের অগণতান্ত্রিক আচরণ। আমরা এ আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করবো।

ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল বাশার আকন্দ বলেন, আমরা ইতোমধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি। ইতোপূর্বেও ধোবাউড়া, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হয়েছিলেন। পরে উচ্চ আদালতে রিট করে তারাও স্বপদে বহাল হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।