বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট হল রুমে এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। কম্পিটিশনে পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্ভাবনীয় আটটি প্রজেক্ট স্টলে স্থান পায়।
স্টলগুলো পরিদর্শন করেন- হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোতাহার হোসেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়া, পলিটেকনিক ইনস্টিটিউটের গণিতের ইনস্ট্রাক্টর তোফায়েল আহমেদ প্রমুখ।
প্রতিযোগিতায় তিনটি উদ্ভাবনীয় স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মধ্যে পুরষ্কার দেওয়া হয়। বিজয়ীরা সিলেটে আঞ্চলিক পর্বেও অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি