ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মেধা ও উদ্ভাবনী শক্তির স্কিলস কম্পিটিশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
হবিগঞ্জে মেধা ও উদ্ভাবনী শক্তির স্কিলস কম্পিটিশন

হবিগঞ্জ: হবিগঞ্জে মেধা ও উদ্ভাবনী শক্তির স্কিলস কম্পিটিশন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট হল রুমে এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। কম্পিটিশনে পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্ভাবনীয় আটটি প্রজেক্ট স্টলে স্থান পায়।

স্টলগুলো পরিদর্শন করেন- হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোতাহার হোসেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়া, পলিটেকনিক ইনস্টিটিউটের গণিতের ইনস্ট্রাক্টর তোফায়েল আহমেদ প্রমুখ।

প্রতিযোগিতায় তিনটি উদ্ভাবনীয় স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মধ্যে পুরষ্কার দেওয়া হয়। বিজয়ীরা সিলেটে আঞ্চলিক পর্বেও অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।