ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লক্ষ্মীপুর: ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কমলনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে চর বসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বেগম মনিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ( মানিক), কমলনগর সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সায়েদ আল মামুন ও স্কুলের দাতা সদস্য মো. ইউছুফ প্রমুখ।

এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন।  

সভা শেষে প্রায় ৬শ’ শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। পরে সব শিক্ষার্থীদের জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে আপ্যায়ন করানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।