ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরার পর্যটন সম্ভাবনা নিয়ে সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
মাগুরার পর্যটন সম্ভাবনা নিয়ে সেমিনার

মাগুরা: ‘পর্যটন বান্ধব জেলা মাগুরা, সম্ভাবনার নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মাগুরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ভ্রমণ ম্যাগাজিনের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন- কামরুল লাইলা জলি এমপি। বিশেষ অতিথি ছিলেন-  বাংলাদেশ প্রত্মতত্ত্ব বিভাগের মহাপরিচালক অতিরিক্ত সচিব আলতাফ হোসেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক পংকজ কুণ্ড, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব ভুষণ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কোর্চ পরিচালক উপ-সচিব মল্লিক সাঈদ মাহবুব, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুর।

সেমিনারে জেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত থেকে মাগুরার পর্যটনের বিষয়ে সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।