তারা হলেন- রুবেল মিয়া (২০), আল-আদিন (২১), আবদুর রহমান (২০), মন্টু মিয়া (২০) ও সুমন মিয়া (২২)। তারা সবাই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।
স্থানীয়রা জানান, বুধবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার নওপাড়া গ্রামের আবদুল কদ্দুছের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে পালানোর সময় মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের কাছে প্রাইভেটকারসহ ওই পাঁচ যুবককে আটক করা হয়েছে। ওই সময় প্রাইভেটকারের ভেতর থেকে ৪টি ছাগল উদ্ধার করা হয়। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি বদরুল আলম খান জানান, বিভিন্ন এলাকা থেকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে পাঁচ যুবক। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএএএম/ওএইচ/