গোপালগঞ্জ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মো. শামসুল আরেফিন গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন সরকারি অফিসের অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করে সচিব বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে দুদক সচেষ্ট থাকবে।
দুদক এখন আর দন্তবিহীন বাঘ নয়, আমরা সত্যিকার বাঘ হিসেবে আত্মপ্রকাশ করছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে দুর্নীতি কমে এসেছে। এ জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল কবীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ যোগ দেন।
এছাড়াও তিনি একইদিনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।