টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ফিরোজ মিয়া নামে মাদকাসক্ত এক যুবক তার বাবা ফটিক মিয়াকে (৬০) কুপিয়ে হত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সি বাংলানিউজকে জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন।
তার বাবা ফটিক অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। ফটিক ছেলেকে মাদক ছেড়ে কাজ করতে বললে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে বুধবার (২৫ অক্টোবর) রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ফিরোজ কুড়াল দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ঘাতক ফিরোজকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।