বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্স ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন-ব্যবসায়ী তানভীর আহমেদ, কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মীর মনসুর আহমেদ প্রমুখ।
কর্মসূচিতে শেরে বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে বিদ্যালয়ের সামনে এক মানববন্ধনে শেরে বাংলার জন্মস্থানের স্মৃতি সংরক্ষণ, সাতুরিয়ায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পদ্মা অথবা কচা নদীর ওপর নির্মিত সেতু শেরে বাংলার নামে নামকরণ করার দাবি জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
এছাড়া তার মাতুলালয় ভবন চত্ত্বরে ইউনিয়ন যুবলীগ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। পাশাপাশি বরিশালের চাখারেও শেরে বাংলার জন্মদিন নানা কর্মসূচিতে পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/আরআর