ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বতন্ত্র ইউএনও পেলো রাঙ্গাবালী উপজেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
স্বতন্ত্র ইউএনও পেলো রাঙ্গাবালী উপজেলা

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি অতিরিক্তের দায়িত্বভার থেকে মুক্ত হলো। পাশাপাশি দীর্ঘদিন পরে স্বতন্ত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা পেলো উপজেলাবাসী।

এরআগে পার্শ্ববর্তী উপজেলাগুলোর কোনো না কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকতেন। এর ফলে স্বাভাবিক কার্যক্রমও ধীরগতিতে পরিচালিত হয়ে আসছিলো।

এদিকে গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহম্মাদ আলিমউল্লাহ যোগদানের পর বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি উপজেলা পরিষদে মতবিনিময় করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, ইউএনও না থাকায় প্রশাসনিকসহ বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যা হতো। কিন্তু এখন সেসব সমস্যা নিরসন হবে।

২০১৫ সালের ১০ আগস্ট রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুব আলম যোগদান করেন। এক মাস পরই তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে কাউকে পূর্ণাঙ্গ দায়িত্ব না দেওয়ায় পার্শ্ববর্তী গলাচিপা ও কলাপাড়া উপজেলার ইউএনও এখানকার অতিরিক্ত দায়িত্ব পালন করতেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।