ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিনির্বাপন বিষয়ে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিনির্বাপন বিষয়ে প্রশিক্ষণ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিনির্বাপন/প্রশমন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও অগ্নিনির্বাপনের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর, সিলেটের খাদিম, রেমা কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন সংগঠনের ২৫ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আফসার উদ্দিন এ প্রশিক্ষণ দেন।


  
ক্রেল প্রকল্পের উদ্যোগে ও কমিটির সহযোগিতায় সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন বনপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে। পরে তাদের মধ্যে অগ্নিনির্বাপন সরঞ্জাম হেলমেট, চশমা, গ্লাফস ও বুট দেন সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মাহমুদ হোসেন।

এতে উপস্থিত ছিলেন- কমিটির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষাক সত্যেন্দ্র দেব, বিট কর্মকর্তা আনিসুজ্জামান, ক্রেল কর্মকর্তা আব্দুললা আল মামুন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।