ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

২৮ অক্টোবর পালিত হবে কমিউনিটি পুলিশিং ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
২৮ অক্টোবর পালিত হবে কমিউনিটি পুলিশিং ডে পুলিশ সদর দফতরে আয়োজিত সংব‍াদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দফতর। সেই হিসেবে আগামী ২৮ অক্টোবর শনিবার দেশব্যাপী পালিত হবে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত সংব‍াদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
 
পুলিশ মহাপরিদর্শক বলেন, কমিউনিটি পুলিশিংয়ের ধারণা আমরা আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছি।

একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের সম্পৃক্ততা বাড়াতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যেক কমিউনিটির মধ্যেই কোনো না কোনো সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান করা। সব কাজ কখনোই পুলিশের পক্ষে একা করা সম্ভব নয়, এজন্য এ কার্যক্রমকে আরো জোরদার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পৃথিবীর প্রায় সব দেশেই কমিউনিটি পুলিশিং সেবা কার্যকর আছে উল্লেখ করে আইজিপি বলেন, আমাদের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে কমিউনিটি পুলিশিংয়ের কমিটি রয়েছে। এ কার্যক্রমকে আরো জোরদার করতে পারলে অপরাধ দমনে ব্যাপক ভূমিকা রাখবে।

কমিউনিটি পুলিশিংয়ের কমিটির নেতারা বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কমিটির কেউ কোনো অপরাধে জড়িয়ে গেছে বলে আমাদের কাছে তথ্য নেই। কমিটির লোকজনকে দিয়ে আমরা বিভিন্ন ভালো ভালো কাজ করাচ্ছি। তবে সব সদস্যতো আর অ্যাক্টিভ না।
 কমিউনিটি পুলিশিংয়ের সংশ্লিষ্ট কেউ অপরাধে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচনে কমিউনিটি পুলিশিং কোনো ভূমিকা রাখবে কি না জানতে চাইলে আইজিপি বলেন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ব্যবস্থা। সব দলের সব মতের মানুষ এ এক ছাতার নিচে রয়েছে। তবে জনপ্রতিনিধিদের আমরা বাধ্যতামূলকভাবে কমিটিতে নিয়ে নেই। কমিউনিটি পুলিশিং নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে না। নির্বাচনকে সামনে রেখে যদি কেউ কোনো সহিংসতা করার চেষ্টা করে, তাহলে সেই তথ্য দেওয়া নাগরিক হিসেবে সবারই দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।