বৃহস্পতিবার (২৬ অক্টোরব) বিকেল ৪টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে কামরাঙ্গীচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিন ফকির বাংলানিউজকে জানান, ঘটনাস্থলের পাশে আলমগীরের চায়ের দোকান থেকে রুটি কিনে খেয়েছিলো ওই ব্যক্তি।
মৃত ব্যক্তির পরনে ছিলো জিনসের প্যান্ট ও টি-শার্ট। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এজেডএস/জিপি