বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বর উপজেলার আব্দুলপুর উত্তরপাড়া গ্রামের মিঠুর ছেলে শিমুল হোসেন (২২) ও বিয়ের আয়োজক চকশোভ গ্রামের সাজেদুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৪৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে লালপুর উপজেলার আব্দুলপুর উত্তরপাড়া গ্রামের মিঠুর ছেলে শিমুল হোসেনের (২২) বিয়ে ঠিক হয়। কনের বয়স কম হওয়ায় প্রশাসনের ভয়ে কনে-বর পক্ষের সম্মতিক্রমে বৃহস্পতিবার দুপুরে চকশোভ গ্রামের ফরিদুল ইসলামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। পরে বিষয়টি জানতে পেরে চংধুপইল ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বর শিমুল হোসেন ও বাড়ির মালিক এবং বিয়ের আয়োজক ফরিদুলকে আটক করা হয়।
তিনি আরও জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বর ও বাড়ির মালিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
টিএ