বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ইউনিয়নের কীর্ত্তিপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলক মিস্ত্রী ঝালকাঠি পৌর শহরের মৃত নিরঞ্জন মিস্ত্রীর ছেলে।
কীর্ত্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস শুক্কুর মোল্লা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বাজারের একটি ট্রান্সফরমার মেরামতের জন্য বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠে পলক। সেসময় অসতর্কভাবে সে বৈদ্যুতিক লাইন স্পর্শ করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাকা সড়কের ওপরে আছড়ে পড়ে ঘটনাস্থলেই পলকের মৃত্যু হয়।
পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে তার মরদেহ নিয়ে যায় বলেও জানান চেয়াম্যান আব্দুস শুক্কুর।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এমএস/জিপি