ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মাদকসেবীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
সৈয়দপুরে মাদকসেবীর জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে মকবুল হোসেন (৬০) নামে এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বজলুর রশিদের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত মকবুল উপজেলার বোতলাগাড়ি ইউপির খোর্দ বোতলাগাড়ি গ্রামের বাসিন্দা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, সকালে খোর্দ বোতলাগাড়ি গ্রামে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন মকবুল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।