শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হানিফ পরিবহনের একটি কোচের বক্সের ভেতর থেকে এ ইনজেকশন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুপুরের দিকে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় কোচে মালামাল রাখার বক্সের ভেতরে পরিত্যক্ত অবস্থায় তিন হাজার অ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ