ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
মেহেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মেহেরপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলায় ছোট ভাইয়ের মারধরে বড় ভাই শহিদুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শহিদুল ইসলাম উপজেলার জুগিন্দা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে সকাল সাড়ে আটটার দিকে ছোট ভাই সাইফুল ইসলামের সঙ্গে বড় ভাই শহিদুল ইসলামের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহিদুলকে কিল ঘুষি মারতে থাকেন সাইফুল।

এতে শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।