ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
গজারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. খোকন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খোকন নারায়ণগঞ্জ জেলার নবীনগর এলাকায় কএমসি এয়ার গ্যাস ইন্ডাস্ট্রি লিমিটেডের সুপারভাইজার। তিনি নেত্রকোনা জেলার সতরোসি গ্রামের মো. নাদের উজ্জামানের ছেলে।

এ বিষয়ে ট্রাক চালক মো. তোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে মাল ডেলিভারি করে (অক্সিজেন সিলিন্ডার) রাত দেড়টায় বালুয়াকান্দি এলাকায় যানজটে আটকা পড়ি। এ সময় দুইজন ছিনতাইকারী প্রথমে আমাকে ছুরি দিয়ে আটক করে তল্লাশি করে। পরে কিছু না পেয়ে পাশে থাকা আমার সুপারভাইজার খোকনকে তল্লাশি করতে গেলে আমি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করতে থাকি। এসময় ছিনতাইকারীরা খোকনকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।